পঞ্চম শ্রেণীর প্রস্তুতি : বিজ্ঞান-পর্বসংখ্যা-১০১
দশম অধ্যায় : আমাদের জীবনে তথ্য- নূরুন নাহার লাকী, সহকারী শিক্ষক, বাহরাম খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
- ১৫ ডিসেম্বর ২০২২, ০০:০৫
সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘দশম অধ্যায় : আমাদের জীবনের তথ্য’ থেকে আরো ৫টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রশ্ন : উৎপাদন কী?
উত্তর : তথ্যকে প্রক্রিয়াকরণ করে উন্নততর তথ্য প্রাপ্তি হলো উৎপাদন।
প্রশ্ন : গুগল কী?
উত্তর : গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন।
প্রশ্ন : তথ্য কী?
উত্তর : উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহৃত হয় তখন তাকে তথ্য বলে।
প্রশ্ন : কোন তরঙ্গ ব্যবহার করে মাটির নিচে মজুদ খনিজের তথ্য পাওয়া যায়?
উত্তর : শব্দতরঙ্গ ব্যবহার করে মাটির নিচে মজুদ খনিজের তথ্য পাওয়া যায়।
প্রশ্ন : কম্পিউটারের পাঁচটি আউটপুট ডিভাইসের নাম লিখ।
উত্তর : প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হওয়ার পর যেসব যন্ত্রের সাহায্যে ফল পাওয়া যায় সেসব যন্ত্রকে আউটপুট ডিভাইস বলা হয়। কম্পিউটারের আউটপুট ডিভাইসগুলোর নাম হচ্ছে- মনিটর, স্পিকার, বিভিন্ন প্রকার প্রিন্টার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : ইন্টারনেটের পাঁচটি ব্যবহার লিখ?
উত্তর : তথ্য যোগাযোগের ক্ষেত্রে এ যুগের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের সাহায্যে আমরা তথ্য যোগাযোগের নানা রকম কাজ করতে পারি। এগুলো হলো-
ক. বাস, ট্রেন বা প্লেনের টিকিট বুকিং দিতে পারি ও কেনাকাটা করতে পারি।
খ. বিভিন্ন দেশের লাইব্রেরির লাখ লাখ বইপুস্তক, জার্নাল ও ম্যাগাজিনের সন্ধান পেতে পারি এবং পড়তে পারি।
গ. তথ্য খুঁজতে পারি, তথ্য সংগ্রহ করতে পারি এবং তথ্য পাঠাতে পারি।
ঘ. ঘরে বসে ভিডিও কনফারেন্স করতে পারি।
ঙ. ই-মেইলে যেকোনো ফাইল ও ডকুমেন্ট পাঠাতে ও গ্রহণ করতে পারি।